চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ও সদস্যসচিব রহমত আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি আদেশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে মুখপাত্র পদ থেকে সরানো হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
২৮ ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাহিদ হাসানের এক ব্যক্তির সঙ্গে টাকা নিয়ে দর-কষাকষির কথোপকথন শোনা যায়। এরপর সংগঠন তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নাহিদ এসব অভিযোগ মিথ্যা দাবি করলেও স্থানীয় সূত্র জানায়, ২৪ ফেব্রুয়ারি রংপুরের হাজিরহাট এলাকায় একটি ইকোপার্ক সংক্রান্ত বিষয়ে এই ঘটনাটি ঘটে।
২ মার্চ এক সংবাদ সম্মেলনে জমির মালিক আজহারুল ইসলাম দাবি করেন, জমি দখলের অভিযোগ নিয়ে ছাত্রনেতাদের কাছে গিয়েছিলেন তিনি, কিন্তু তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। তবে পরদিন ইকোপার্কের মালিক আতিকুল ইসলাম পাল্টা সংবাদ সম্মেলন করে জানান, নাহিদ হাসানের নেতৃত্বে ১ লাখ টাকা এবং প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
অব্যাহতি প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ হাসান কোনো মন্তব্য করেননি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post