ওমান সরকারের দেওয়া মহামারী করোনার ফ্রি ভ্যাকসিন নিতে ওমানের সূর অঞ্চলে প্রবাসীদের ঢল। আজ সোমবার ওমান সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী অত্র অঞ্চলের সেলুনে কর্মরত প্রবাসী, পুরুষ গৃহকর্মী, রেস্তোরাঁ ও কসাইয়ের দোকানে কর্মরত প্রবাসী কর্মীদের ফ্রি ভ্যাকসিন দেওয়ার কথা ছিলো।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
এতে সকাল থেকেই সুর স্পোর্টস কমপ্লেক্সে ভিড় করেন প্রবাসীরা। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হলেও মাত্র ২ ঘন্টা পর টিকা দেওয়া বন্ধ করে দেয় স্থানীয় স্বাস্থ্যসেবা অধিদপ্তর। পরে অধিদপ্তর থেকে জানানো হয়, নির্ধারিত টিকা শেষ হয়ে যাওয়ায় মূলত সাময়িক সময়ের জন্য টিকাদান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শীঘ্রই ফের প্রবাসীদের মাঝে বিনামূল্যে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা অধিদপ্তর। এদিকে বিনামূল্যে ভ্যাকসিন নিতে পেরে দারুণ খুশি প্রবাসী বাংলাদেশীরা।
এদিকে, টিকার পর্যাপ্ত মজুদ না থাকায় ওমানের সোহার স্পোর্টস কমপ্লেক্সেও আগামী দুই সপ্তাহের জন্য ফ্রি ভ্যাকসিন দেওয়া বন্ধ করা হয়েছে বলে জানাগেছে স্থানীয় সূত্রে। পরবর্তীতে ওমানের ফ্রি ভ্যাকসিন দেওয়ার সময় ও স্থান সরকারের তরফ থেকে জানানো হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post