ওমানে মোটরযান চলাচলের ক্ষেত্রে বীমা আইনে পরিবর্তন এনে নতুন আইন জারি করেছে দেশটির সরকার। রয়্যাল ডিক্রি মুখপাত্রের বরাতে এ খবর দিয়েছে ওমান অবজারভার। নতুন প্রতিস্থাপিত আইনে বলা হয়েছে – “যদি গাড়ির চালকের কাছে গাড়ির ধরণ অনুসারে উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স না থাকে, অথবা যদি গাড়িটি বিচারিক বা প্রশাসনিকভাবে কোন জরিমানা ইত্যাদির কারণে মামলাধীন থাকে অথবা যদি ড্রাইভ করা ব্যক্তি নেশায় আসক্ত থাকে বা মাদকদ্রব্য সেবনের অভ্যাস থাকে বা তার মধ্যে কোন সাইকোপ্যাথিক বা মানসিক অসুস্থতার প্রমাণ পাওয়া যায়। তাহলে তার বীমা লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে। এবং গাড়ি এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত হলে বীমা সুবিধা পাবে না গাড়ির মালিক।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
এছাড়াও ১৫ অনুচ্ছেদের এ আইনে বলা হয়েছে – গাড়ির মাধ্যমে কাউকে শারীরিক আঘাত, মৃত্যু, বা তার সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য আইনের বিধান অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনাও দেয়া হয়েছে।
এই সংশোধনটি আইনটি ওমানের বিচার বিভাগ দ্বারা প্রতিষ্ঠিত নীতি এবং বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সকলের সমর্থন আদায়ের মাধ্যমে পাশ করা হয়েছে। এছাড়াও আইনটিতে নিম্নোক্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে –
১. দুর্ঘটনার সময় গাড়ির ড্রাইভিং সিটের চালক যদি গাড়ির মালিক না হয় তাহলে গাড়ির মালিককে তৃতীয় পক্ষ হিসেবে বিবেচনা করা হবে এবং তাকেও শাস্তির আওতায় আনা হবে।
২. দুর্ঘটনাকবলিত গাড়িটি চালকের দ্বারা দুর্ঘটনাকেই অন্যায় হিসেবে দেখা হবে এবং তাকে অভিযুক্ত করা হবে। সে গাড়ির মালিক নাকি ড্রাইভার এটা বিবেচনা করা হবেনা।
৩. যদি চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে অথবা নেশা বা মাদকের প্রভাব থাকে তাহলে তৃতীয় পক্ষ তথা মালিকের জন্য চালকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করার অধিকার বীমা কোম্পানির থাকবে।
তবে আইনে আরেকটি বিষয় বলা হয়েছে যে – যদি গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায় তাহলেও ইনস্যুরেন্স পলিসি হোল্ডারের কোন ক্ষতি হবে না বরং সে পাওনা ফিরে পাবে।” এর কারণ হল, ড্রাইভারের লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হওয়া একটি আইনগত আদেশের লঙ্ঘন বলে বিবেচিত হয় যার জন্য ট্রাফিক আইনে শাস্তির উপযুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post