নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে ওমানের করোনা। দীর্ঘ ৫ মাস পর দেশটির করোনা পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে। বর্তমানে ওমানে সুস্থতার সূচক অবস্থান করছে ৯৬.৩ শতাংশে। আর মাত্র ৩.৭ শতাংশ রোগী সুস্থ হলেই শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে করোনা।
আজ রবিবার (২২-আগস্ট) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ৩ দিনে নতুন শনাক্ত হয়েছে ৩৮৫ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৬৯৪ জন। যার মধ্যে গত বৃহস্পতিবার আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৮ জন, শুক্রবার ১২২ জন এবং গতকাল শনিবার আক্রান্ত হয়েছে ১০৫ জন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
বর্তমানে দেশটিতে আক্রান্ত রোগীর তুলনায় বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। সেইসাথে কমছে হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যাও। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৩ দিনে নতুন মৃতের সংখ্যা ১১ জন। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১৯ জন। এখন পর্যন্ত মোট আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ৮৯ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ১৮৩ জন।
বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ১ হাজার ২৯৯ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৪৪ জন। মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৩১ জন। দেশটিতে বর্তমানে হাঁসপাতালে নতুন ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও নিম্নমুখী রয়েছে।
ইতিমধ্যেই দেশটির বেশ কয়েকটি হাঁসপাতাল রোগী শূন্য হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এভাবে পরিস্থিতি উন্নতি হলে খুব শীঘ্রই করোনা মুক্ত হবে ওমান এমনটি মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সবাইকে ওমান সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। সেইসাথে দ্রুত সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে ওমান সুপ্রিম কমিটি জানিয়েছে, “আগামী পহেলা সেপ্টেম্বর থেকে করোনা ভ্যাকসিন ছাড়া কোনো নাগরিক দেশটির সরকারি-বেসরকারি অফিস, শপিং মল, রেস্তোরাঁ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, খেলাধুলা এবং কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। একইসাথে টিকা ছাড়া অন্যকোনো দেশ থেকেও ওমান প্রবেশ করতে দেবেনা সরকার।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post