চার দিনের একটানা অনুসন্ধান অভিযানের পর ম্যাসকাটের সিব বিচ এলাকায় নিখোঁজ এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ওমানের সিভিল ডিফেন্স এন্ড এম্বুলেন্স অথরিটি জানিয়েছে, নৌ উদ্ধারকারী দল, স্থানীয় নাগরিক এবং সংশ্লিষ্ট দপ্তরের যৌথ প্রচেষ্টায় গত চার দিন ধরে টানা অভিযান চালানো হয়। অবশেষে সিব বিচ এলাকায় শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
গত শুক্রবার সিবের উপকূল থেকে শিশুটি নিখোঁজ হওয়ার পর পুলিশ এভিয়েশন, কোস্টগার্ডের বোট, সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা একযোগে তল্লাশি শুরু করে।
সময়ের সাথে সাথে শিশুটিকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমতে থাকে, তবে উদ্ধারকারী দল হাল না ছেড়ে অভিযান জোরদার করে। শেষমেষ নিখোঁজ হওয়ার চার দিন পর শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে, সুরের নিয়াবাত তিউইর ওয়াদি শাবে পর্বত আরোহণের প্র্যাকটিসের সময় দুর্ঘটনায় আহত এক নারীকে দক্ষিণ আল শারকিয়াহ সিভিল ডিফেন্স উদ্ধার করেছে। সৌভাগ্যক্রমে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুটা আঘাত পেলেও ওই নারী এখন ভালো আছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
