সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চাকরির লোভনীয় বিজ্ঞাপন দেখলে এবার একটু থামুন! রয়্যাল ওমান পুলিশ সম্প্রতি কর্মীদের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপনগুলো প্রায়শই প্রতারণার ফাঁদ হতে পারে। এসব বিজ্ঞাপনে প্রায়শই আকাশছোঁয়া বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়, যা মূলত কর্মীদের আকৃষ্ট করার একটি কৌশল।
ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগের দক্ষ কর্মকর্তারা সম্প্রতি বেশ কয়েকটি জালিয়াত চক্রের সন্ধান পেয়েছেন। এই চক্রগুলো অত্যন্ত সুকৌশলে লোভনীয় চাকরির টোপ ফেলে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো, অসতর্ক ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়ে তাদের কষ্টার্জিত অর্থ চুরি করা।
এই পরিস্থিতিতে, কর্মীদের সচেতন করতে ওমান পুলিশ কিছু জরুরি পরামর্শ দিয়েছে। প্রথমত, তারা জানিয়েছে যে, এই ধরনের সন্দেহজনক এবং ভুয়া বিজ্ঞাপনগুলো দেখলেই এড়িয়ে যাওয়া উচিত। দ্বিতীয়ত, প্রতারকদের পাঠানো কোনও লিঙ্কে ভুলেও ক্লিক না করার জন্য কঠোরভাবে বলা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য, যেমন – ব্যাংকিং তথ্য বা অন্য কোনও আর্থিক বিবরণী শেয়ার করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।
পুলিশের অনুসন্ধানে আরও জানা গেছে যে, এই অভিনব প্রতারণার প্রধান শিকার হচ্ছেন প্রবাসী তরুণ কর্মীরা। অনেক সময়, যাচাই-বাছাই না করেই দ্রুত চাকরি পাওয়ার লোভে, তারা এই প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলছেন।
এর আগেও ওমান পুলিশ এসএমএস এবং অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে ছড়ানো প্রতারণা সম্পর্কে কর্মীদের বহুবার সতর্ক করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত, কিছু অসচেতন কর্মী এখনও চাকরির খবর পেয়ে উৎস যাচাই না করেই ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন এবং আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
তাই, এখন থেকে যদি কোনও সন্দেহজনক চাকরির বিজ্ঞপ্তি আপনার নজরে আসে, অথবা আপনি যদি কোনও প্রতারক চক্রের সন্ধান পান, তাহলে বিলম্ব না করে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সচেতনতাই পারে আপনাকে এবং আপনার কষ্টার্জিত সম্পদকে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
