সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে একটি ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ে। তবে, নির্ভরযোগ্য তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার এই সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, এটি সম্পূর্ণ গুজব।
রিউমর স্ক্যানার টিমের গভীর অনুসন্ধানে দেখা গেছে যে, সাবেক আওয়ামী সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার দাবিটি মোটেও সত্য নয়। কোনো প্রকার নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই এই ভিত্তিহীন দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, গুজবটির সূত্রপাত গত সোমবার (০৩ মার্চ) দুপুর ২টা বেজে ৫ মিনিটে। সম্ভাব্য প্রথম পোস্টটিতে দাবি করা হয়েছিল, কণ্ঠশিল্পী মমতাজ দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পোস্টটির মন্তব্য বিভাগে একটি ভিডিওর লিংক দেওয়া হলেও, সেটি ছিল একটি স্প্যাম ওয়েবসাইটের প্রতারণামূলক সংযোগ।
রিউমর স্ক্যানার দল পরবর্তীতে বিভিন্ন প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে এই দাবির সত্যতা যাচাই করার চেষ্টা করে। কিন্তু, তারা আলোচিত গুজবের স্বপক্ষে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য খুঁজে পায়নি। অতএব, দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিহত হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
