পবিত্র রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আকাশে চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। স্বাভাবিকভাবেই শুক্রবার থেকেই তারাবির নামাজ শুরু হয়েছে। এর আগে ওমান জৌতির্বিদ্যা সোসাইটির অবজার্ভেটরি প্রধান আব্দুল ওয়াহাব আল বুসাইদি জানান, এবার পহেলা মার্চ থেকে রমজান শুরু হওয়ায় ঈদও একই মাসের ভেতরে হবে। আগামী ৩১ মার্চ ওমানে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় শাবান মাস শেষ হয়েছে। ফলে শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান।
ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এবং ফেডারেল কাউন্সিল অব ইমামসের সঙ্গে সমন্বয় করে এ ঘোষণা দেন।
ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশও রমজান মাস শুরুর ঘোষণা দিচ্ছে। আবহাওয়াবিদরা বলেছেন, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। আর মধ্যপ্রাচ্যের ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের এবার প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post