সৌদি আরবের উত্তর ও মধ্যাঞ্চলে শুরু হয়েছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। আজ (সোমবার) থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সৌদি আবহাওয়া ও জলবায়ু সংস্থার তথ্য অনুযায়ী, এই শৈত্যপ্রবাহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলজুড়ে বিস্তৃত হবে এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত মধ্যাঞ্চলের কিছু অংশেও এর প্রভাব পড়বে।
এই সময়ে উত্তরাঞ্চলের ভোরের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে, অন্যদিকে মধ্যাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এর ফলে জনবসতিহীন অঞ্চলে বরফ জমা এবং পানিও জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, উত্তরের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে এবং রাত ও ভোরের দিকে কুয়াশা ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তাবুক, মদিনা, মক্কার উপকূলীয় এলাকা, পূর্বাঞ্চল, রিয়াদ, নজরান এবং আসির ও আল বাহার পূর্বাঞ্চলের উচ্চভূমিতে ধূলিঝড় ও বালুঝড়ের আশঙ্কা রয়েছে।
জলবায়ু বিশেষজ্ঞরা এই শৈত্যপ্রবাহকে “বারদ আল আজুজ” (বৃদ্ধার শীত) নামে চিহ্নিত করেছেন। এটি বসন্তের আগে আসা একটি পরিচিত শীতল আবহাওয়ার ধারা। জলবায়ু বিজ্ঞানের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মিসনাদ জানান, এই শৈত্যপ্রবাহ গত শুক্রবার থেকে উত্তরাঞ্চলে প্রবেশ করেছে এবং ধীরে ধীরে দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে বিস্তৃত হচ্ছে। রিয়াদে এর প্রভাব রোববার থেকে শুরু হয়েছে।
তিনি এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, “শৈত্যপ্রবাহের তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হবে। উত্তরাঞ্চলে সোমবার ও মঙ্গলবার, মধ্যাঞ্চলে মঙ্গলবার ও বুধবার এবং মদিনায় মঙ্গলবার এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। পূর্বাঞ্চল ও নজরানে বুধবার এর তীব্রতা বাড়বে।”
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলকভাবে কম হবে বলে ধারণা করা হচ্ছে। তবে রমজান মাসের দিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও উত্তরের কিছু অঞ্চলে শূন্যের নিচে তাপমাত্রা টানা পাঁচ দিন থাকতে পারে বলে সতর্ক করেছেন ড. আল মিসনাদ। তিনি আরও উল্লেখ করেছেন, উত্তরের কিছু উচ্চাঞ্চলে সোমবার ও মঙ্গলবারের ভোরের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং তুষাররেখা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ মিটার উচ্চতায় নেমে আসতে পারে।
এই শৈত্যপ্রবাহের কারণে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে জনজীবন কিছুটা ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কৃষি ও যাতায়াত ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে। স্থানীয় কর্তৃপক্ষ আবহাওয়ার এই পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post