কক্সবাজারের বিমানবাহিনী ঘাঁটিতে এক অভূতপূর্ব হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত ঘাঁটির ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলার পেছনে স্থানীয় উচ্ছেদ অভিযানকে দায়ী করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এ হামলা সংঘটিত হতে পারে।
হামলার পরপরই বাংলাদেশ বিমানবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তৎপর হয়ে ওঠে। আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এ হামলায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাটি স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ ধরনের হামলা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতটা সক্ষম হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে এ ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
