মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক বাংলাদেশি ব্যবসায়ীকে তার দোকানের কর্মচারী কর্তৃক নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম রবিউল শেখ এবং তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ পাঁচ প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার সকালে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে রবিউল শেখকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুলিশকে এই ঘটনার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং রবিউল শেখকে মৃত অবস্থায় পায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রবিউল শেখের শরীরে মাংস কাটার ছুরি দিয়ে মাথা, শরীর ও হাতে একাধিক আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন ও অন্যান্য লেনদেন নিয়ে রবিউল শেখের সাথে তার কর্মচারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কর্মচারীটি মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখের উপর হামলা চালায়।
এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই দিন দুপুরে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন নারী। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের পূর্বে থানায় কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তারা মাদক পরীক্ষায়ও নেতিবাচক ছিলেন।
শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল জানান, গ্রেফতারকৃতদের ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনায় তাদের সবাইকে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে।
এই নৃশংস হত্যাকাণ্ড মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া ফেলেছে। স্থানীয় প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post