সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভারতীয় নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধার পরিধি বাড়িয়েছে।
এবার ছয়টি নতুন দেশ—সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডায় বসবাসরত বা বৈধ ভিসা ও গ্রিনকার্ডধারী ভারতীয় নাগরিকরাও এই সুবিধা পাবেন। আমিরাতের এন্ট্রি পয়েন্টে পৌঁছানোর পরই তাদের ভিসা প্রদান করা হবে।
ইতিপূর্বে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং যুক্তরাজ্যে বসবাসরত বা বৈধ ভিসাধারী ভারতীয় নাগরিকরাই এই সুবিধা পেতেন।
তবে আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব, কাস্টমস এবং বন্দর সুরক্ষা কর্তৃপক্ষ (আইসিপি) এর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, এই সুবিধার আওতায় এখন আরও ছয়টি দেশ যুক্ত হলো।
আইসিপি এর এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের সম্পর্ক এবং বন্ধুত্বের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা আশা করি, এই উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর প্রবাসী ভারতীয় নাগরিকদের আমিরাতে ভ্রমণ, বসবাস, কাজ এবং বিনিয়োগে উৎসাহিত করবে।”
এই নতুন নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর প্রবাসী ভারতীয় নাগরিকরা তাদের পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট বা গ্রিনকার্ড প্রদর্শন করলেই আমিরাতের যেকোনো প্রবেশ পয়েন্ট থেকে অন-অ্যারাইভাল ভিসা পাবেন। এই সুবিধা ভ্রমণকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে বলে মনে করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক দিন দিন গভীরতর হচ্ছে। এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এছাড়াও, আমিরাতে পর্যটন ও বিনিয়োগ বৃদ্ধিতেও এই পদক্ষেপ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post