বাংলাদেশ স্কিলড মাইগ্রেন্ট অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড-এর আমন্ত্রণে জনপ্রিয় ইসলামিক আলোচক শায়খ আহমাদুল্লাহ বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ২:৩০ মিনিট থেকে সন্ধা ৬টা পর্যন্ত অকল্যান্ডের ফাভোনার রবার্টসন রোডে অনুষ্ঠিত ‘ইসলামিক কালচারাল ইভেন্টে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ইভেন্টে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে অবদান রাখা কয়েকটি সামাজিক সংগঠনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় প্রধান অতিথি শায়খ আহমাদুল্লাহর হাতে।
এদিন শায়খ আহমাদুল্লাহ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশ্নোত্তর প্রদান করেন। তিনি বিশেষভাবে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, আপনারা সবাই এখানে বাংলাদেশ ও ইসলামকে রিপ্রেজেন্ট করছেন। আপনাদের শৃঙ্খলাবোধ, সততা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিউজিল্যান্ডের মানুষের মাঝে বাংলাদেশ ও মুসলমান সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে। তাই আপনাদের দায়িত্বশীল, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে।
এছাড়াও, বাবা-মা ও প্রবাসী কমিউনিটির দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে দ্বীনি চেতনা ও ঈমানি পরিচয় বজায় রাখতে হলে প্রবাসী সংগঠন, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নেওয়া জরুরি। তরুণ সমাজ যেন মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকে, সে বিষয়ে অভিভাবকদের বিশেষ দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তব্যে তিনি মুসলিদের অধিকার প্রদানে আন্তরিকতার পরিচয় দেওয়ায় নিউজিল্যান্ড সরকার ও কর্তৃপক্ষেরে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত ইভেন্টে নিউজিল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ একত্রিত হয়েছিলেন। এটি ছিল নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত একটি বৃহৎ ইসলামিক কালচারাল ইভেন্ট। এর আগে কোন প্রোগ্রামে এত প্রবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বশীল ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার মাসুদ আলম। বক্তব্য রাখেন পিজি থেকে আগত মাওলানা যুবায়েব এবং বাংলাদেশ স্কিলড মাইগ্রেন্ট এসোসিয়েশন অব নিউজিল্যান্ডের জেনারেল সেক্রেটারি ফয়সাল মিয়া। প্রধান অতিথি শায়খ আহমাদুল্লাহর হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনটির সদস্যবৃন্দ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post