বর্তমানে ফিটনেস নিয়ে বেশ সচেতন নারী ও পুরুষ। আকর্ষণীয় দেহ তৈরি করতে বিভিন্ন জিমে ঘাম ঝরান মানুষ। কে কার থেকে কতো বেশি ওজনের মেশিন লিফট করতে পারে তা নিয়ে চলে প্রতিযোগীতা। অনেক ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিয়ে থাকেন কীভাবে সঠিকভাবে ব্যায়াম করা যায়, যা ইতিবাচক। তবে কোন কিছু নিয়ে প্রয়োজনের অতিরিক্ত করলে শুরু হয় বিপত্তি। এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টে।
২৩ বছর বয়সী বডিবিল্ডার প্রেসলি গিনোস্কি। তিনি বিমানবন্দরের একজন কর্মী। হঠাৎ একদিন বিমানের ইঞ্জিনে লাফিয়ে উঠে শুরু করেন ব্যায়াম। প্রেসলির পুশ-আপ এবং পেশি প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে। এরপরই শুরু হয় বিতর্ক।
অনেকেই ভিডিও দেখে কমেন্ট করেছেন, একজন মানুষ কতো বোকা হলে এমন কাজ করতে পারে। আবার আরেকজন লিখেছেন, ব্যায়াম করার জায়গা পায়না আর!
ভিডিও ক্লিপ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে ব্রিটিশ সংবাদসংস্থা ডেইলি মেল। এরপর মুখ খুলেন প্রেসলি। বলেন, ‘আমি শুধু মানুষকে হাসাতে চেয়েছিলাম আর দেখাতে চেয়েছিলাম যে, বিমানের বহিরাংশেও আমি ওয়ার্ক আউট করতে পারি। অনেকেই জানেন না যে, ইঞ্জিনের সামনে আমি পুরোপুরি নিরাপদ ছিলাম।’
সেই সঙ্গে প্রেসলি আরও জানান, ‘ফ্লাইট অ্যাটেনড্যান্ট এবং পাইলটদের অনেক সময়ই ইঞ্জিনের সামনে বসে ছবি তুলতে দেখা যায়। এটা এই জন্যই সম্ভব হয় কারণ, সেই সময় টার্বাইন স্থির দেখায়।’
ডেইলি মেল ক্যাপশনে লিখেছে, ‘সিডনি বিমানবন্দরে পুশ-আপ করার জন্য প্লেনের ইঞ্জিনে উঠে পড়া ২৩ বছর বয়সী বডিবিল্ডার প্রেস্লি গিনোস্কি নিজের বিপজ্জনক স্টান্টের স্বপক্ষে ব্যাখ্যা করলেন। গিনোস্কির দাবি অনুযায়ী, ভিডিয়োটি ২০২৪ সালে শ্যুট করা হয়েছিলো। কিন্তু সম্প্রতি সপ্তাহান্তে তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করা হয়েছে।’
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সিডনি বিমানবন্দরের টারম্যাকে নিরাপত্তা লঙ্ঘনকারী আচরণ কোনওমতেই বরদাস্ত করা হয় না এবং সেই সমস্ত ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post