পবিত্র মদিনার মসজিদে নববীতে ইফতার সরবরাহের জন্য নতুন নিয়ম চালু করেছে মসজিদ কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, ইফতারের জন্য নির্দিষ্ট মেনুতে অতিরিক্ত মাত্র দুটি খাবার যোগ করার অনুমতি দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত ঘোষণায় মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ইফতার আয়োজনে সাধারণ খাবার হিসেবে খেজুর, রুটি ও দই থাকবে। এছাড়াও পানির বোতল ও প্যাকেটজাত টিস্যু সরবরাহ করা হবে।
ইফতার সরবরাহকারীরা চাইলে নির্ধারিত মেনুর পাশাপাশি আরও দুটি অতিরিক্ত খাবার যোগ করতে পারবেন। অনুমোদিত অতিরিক্ত আইটেমের মধ্যে রয়েছে বাদাম, কাপকেক, পাই, কুকি বা মাংস, পুদিনা ও শাক দিয়ে ভরা শুদ্ধ খেজুর। তবে দুইটির বেশি আইটেম যোগ করা যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়াও, ইফতার সরবরাহের জন্য শুধুমাত্র অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমেই কাজ করতে হবে। সরবরাহকারীদের তথ্য মসজিদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট রাখতে হবে বলে জানানো হয়েছে। এই নতুন নিয়ম ইফতার আয়োজনে স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
