মালদ্বীপে মোহাম্মদ রহিজ মিয়া (৫০) নামের এক প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতের অভিযোগে তারই সহকর্মী নেপালি নাগরিক সিদ্ধার্থ গুরুংকে (২৪) গ্রেফতার করেছে মালদ্বীপ পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ওই তরুণকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতার সিদ্ধার্থ গুরুং রাজধানী মালের থিসারু ক্যাফে আহত রহিজ মিয়ার সহকর্মী হিসেবে একই ক্যাফেতে কাজ করতেন।
মালদ্বীপ পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে ২৪ বছর বয়নি নেপালি তরুণকে। গ্রেফতারের পর রিমান্ড শুনানির জন্য আদালতে ওই নেপালি তরুণকে হাজির করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রবাসী বাংলাদেশি রহিজ মিয়ার অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ সময় সংবাদকে বলেন, মালদ্বীপ পুলিশের পক্ষ থেকে ঘটনাটির সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছেন।
গত মঙ্গলবার দেশটির বাণিজ্যিক শহর মালের মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে বাংলাদেশি রহিজের সঙ্গে তার সহকর্মী হিসেবে কাজ করতেন নেপালি যুবক।
কোনো এক বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ক্যাফের রান্নাঘরে থাকা ছুরি দিয়ে রহিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নেপালি তরুণ। এসময় দু’জনই ফ্লোরে লুটিয়ে পড়ে আহত হন এবং ওই অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে দ্রুত দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post