ভারতের বিশিষ্ট সাংবাদিক ও টকশো উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তাকে নিজ চোখে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।
জবাবে ময়ূখ রঞ্জন ঘোষ জানান, তিনি বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস ও ফিরনি উপভোগ করতে চান। পাশাপাশি, তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনার কথাও জানান।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা-এর জনপ্রিয় টকশো ‘জবাব চায় বাংলা’-তে সরাসরি যুক্ত হন বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম।
এ সময় অনুষ্ঠানটির উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করেন। তার আলোচনায় উঠে আসে চিন্ময় কৃষ্ণ ইস্যু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ডাস্টবিনে ফেলার বিতর্ক, সেন্ট মার্টিন বিক্রির গুজবসহ নানা বিষয়।
বাংলাদেশ সফরে তার নির্দিষ্ট সময়সূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
