হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি, ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের দুটি ফ্লাইট এবং ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টার পর ফ্লাইটগুলো ঢাকায় ফেরে।
ঘন কুয়াশার কারণে প্রায় ১৬টি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। এর মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর এবং ড্রুক এয়ারের পারো থেকে আসা ফ্লাইট।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইটকে সিলেট ও কলকাতায় পাঠানো হয়েছে। বর্তমানে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অনেক ফ্লাইট একত্রে উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় রানওয়েতে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে এবং কুয়াশা আরও বাড়তে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post