ওমানে বাংলাদেশিদের জন্য সবরকমের ভিসা সুবিধা বন্ধ হয় ২০২৩ সালের ৩১ অক্টোবর। এর প্রায় ৬ মাস পর ওমানে সরকারি সফরে যান সেসময়কার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
২০২৪ সালের ৩০ মে তিনি ওমানের শ্রম মন্ত্রী ড. মাহাদ বিন সাঈদের সঙ্গে ভিসা চালুর বিষয়ে আলাপ করেন। তার প্রায় দেড় মাস পরে বাংলাদেশিদের জন্য আংশিকভাবে ভিসা চালু করে ওমান সরকার।
এদিকে, ভিসা বন্ধের পর দ্বিতীয়বারের মত বাংলাদেশ এবং ওমানের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবার দেশটির শ্রম উপমন্ত্রী সালিম আল-বুসাইদিকে বন্ধ থাকা কর্মী ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যান উপদেষ্টা ড. আসিফ নজরুল। সৌদি আরবের রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জবাবে ওমানের শ্রম উপমন্ত্রী জানান, বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে ভিসা চালুর বিষয়ে চাপ রয়েছে এবং তারা এর সমাধান খুঁজছেন। এ খবরে ভিসা চালুর নতুন সম্ভাবনা দেখছেন অনেকে।
তবে কর্মী ভিসা নিয়ে বাংলাদেশ পক্ষের অনুরোধ ওমান কতটা গুরুত্বের সঙ্গে দেখবে তা এখনই ধারণা করা কঠিন বলা জানাচ্ছেন শ্রমবাজার সংশ্লিষ্টরা।
এ ছাড়া আপাতত সাধারণ শ্রমিকদের জন্য ভিসা উন্মুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলেই তারা মনে করছেন। সম্প্রতি পাকিস্তানিদের উপরে ভিসানীতি আরোপের বিষয়টিও সে ইঙ্গিত জোরালো করে তুলছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post