মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান এক মাস আগেই পবিত্র রমজান ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির মুসলিম প্রশাসন জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের রমজান মাস আগামী ১ মার্চ শুরু হবে এবং ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ।
কাজাখস্তানের সংবাদমাধ্যম আজাত্তাক রায়হির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মুসলিম প্রশাসন হিজরি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী এই তারিখ নির্ধারণ করেছে।
এছাড়াও, মুসলিম প্রশাসন ঈদুল আজহার সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে। তারা জানিয়েছে, আগামী ৬, ৭ ও ৮ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
বিশ্বের বেশিরভাগ দেশে এখনো খালি চোখে চাঁদ দেখে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করা হয়। ইসলামের পবিত্র ভূমি সৌদি আরবেও এখনো এই পদ্ধতি অনুসরণ করা হয়। যদিও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে সর্বাধুনিক জ্যোতির্বিদ্যা প্রযুক্তি রয়েছে, তবে তারা খালি চোখে চাঁদ দেখার ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে থাকে।
এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ১ মার্চ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র ২৮ জানুয়ারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদ দেখা হবে। জ্যোতির্বিদরা আশা করছেন, ওই রাতেই চাঁদ দেখা যাবে এবং ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হবে।
এ ধরনের আগাম তারিখ ঘোষণা ইসলামিক বিশ্বে নানা আলোচনা সৃষ্টি করেছে। তবে আধুনিক প্রযুক্তির সহায়তায় জ্যোতির্বিদ্যার হিসাবের ওপর ভিত্তি করে এমন ঘোষণা দেওয়া হলে তা অধিকতর নির্ভরযোগ্য হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post