লিবিয়ার পূর্বাঞ্চলের ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকার সমুদ্রতীরে অন্তত ২০ জনের গলিত মরদেহ পাওয়া গেছে। লিবিয়ার রেড ক্রিসেন্ট ধারণা করছে, নিহতরা সবাই বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, উদ্ধারকারী সংস্থাগুলোর মতে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অভিবাসীদের একটি নৌকা ডুবে যায়। পরবর্তীতে সাগরে ভেসে আসা মরদেহ ব্রেগার তীরে এসে পৌঁছায়।
অস্ট্রেলিয়াভিত্তিক অভিবাসী উদ্ধার নজরদারি সংস্থা মাইগ্র্যান্ট রেসকিউ ওয়াচ-এর রব গোয়ানস জানিয়েছেন, লিবিয়ার সিআইডি ও অ্যাম্বুলেন্স সার্ভিস মিলিয়ে এখন পর্যন্ত ২০টি লাশ উদ্ধার করেছে। প্রথমে ৭টি, পরে আরও ১১টি এবং সর্বশেষ আরও দুটি মরদেহ পাওয়া যায়।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ বলেন, “উদ্ধার হওয়া মরদেহগুলো আজদাদিয়া এলাকায় পাওয়া গেছে, তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদের সঙ্গে কোনো ভ্রমণ নথিও পাওয়া যায়নি, ফলে তারা কবে নৌকাডুবির শিকার হয়েছেন, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।”
লিবিয়ার স্থানীয় গণমাধ্যম আশ-শামস লিবিয়া জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহগুলো বাংলাদেশি অভিবাসীদের হতে পারে। এখনো আরও মরদেহ সমুদ্রতীরে ভেসে আসার আশঙ্কা করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠিয়েছে এবং পরিচয় শনাক্তকরণসহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post