বিশ্ব ইজতেমার শেষ দিন আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ বিকট শব্দে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৫ মিনিটে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে একটি টিনের ছাউনিতে ড্রোন আছড়ে পড়ে। এ ঘটনায় মুসল্লিরা কিছুক্ষণের জন্য ছোটাছুটি শুরু করলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তাবলীগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়েরের নেতৃত্বে আখেরি মোনাজাত পরিচালিত হচ্ছিল। মোনাজাতের শেষ পর্যায়ে হঠাৎ বিদেশি নিবাসের পূর্ব দিকে টিনের ছাউনিতে ড্রোনটি আছড়ে পড়ে। এতে তীব্র শব্দ সৃষ্টি হয়, যা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে উপস্থিত মুসল্লিরা ড্রোনটির সন্ধান পেয়ে পুলিশকে খবর দেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ড্রোনটি সম্ভবত চার্জ ফুরিয়ে যাওয়ায় ময়দানের টিনের ছাউনিতে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মুসল্লিরা কিছুক্ষণের জন্য আতঙ্কিত হন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে।
মোনাজাত শেষে ইজতেমার বয়ান মঞ্চ থেকে মুসল্লিদের শান্ত থাকার আহ্বান জানানো হয় এবং ড্রোন পড়ার ঘটনায় ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই বলে ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় ইজতেমার শান্তিপূর্ণ পরিবেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রোন ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post