বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু হলেও মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমছে করোনার সংক্রমণ। দেশটিতে পূর্বের তুলনায় সংক্রমণ বেশ নিম্নমুখী রয়েছে। সেইসাথে আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যাও বাড়ছে সন্তোষজনকহারে।
বুধবার (১১-আগস্ট) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২ দিনে নতুন শনাক্ত হয়েছে ৪৭৬ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ১৫ জন। যা আক্রান্তের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত ২ দিনে নতুন মারা গেছেন ২০ জন।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
গত সপ্তাহের তুলনায় সুস্থতার সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একইসাথে হাঁসপাতালে নতুন ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ২২ জন। এখন পর্যন্ত মোট আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ১২৯ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ২৯৯ জন।
দেশটিতে বর্তমানে সুস্থতার সূচক অবস্থান করছে ৯৬ শতাংশে। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৪১৮ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৬৭৯ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৯৬৮ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post