মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় জাবেদ শাহীন চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) মালের সিনামালে সেতুর লেনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।
মালদ্বীপ পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৮টা ১৯ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে রাজধানী মালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৯টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানিয়েছে, সেতুতে সোলার প্যানেল স্থাপনের কাজ চলছিল। এ সময় ওই বাংলাদেশির মোটরসাইকেল সেতুতে ধাক্কা দিলে দুর্ঘটনায় পড়েন। ঘটনার তদন্ত চলছে। শাহীনের দেশের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post