ওমানে বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য একটি সুখবর নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রী সালিম আল-বুসাইদিকে কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের অনুরোধ জানিয়েছেন। এই আহ্বানে ওমানের মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে ড. আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে কর্মীদের বৈধকরণের বিষয়টি নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি ওমানে সাময়িকভাবে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালুর বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
ওমানের শ্রম উপমন্ত্রী জানান, বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে তাদের দেশে জনগণের চাপ রয়েছে এবং তারা এর একটি সমাধান খুঁজছেন।
ড. আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ বাংলাদেশি দক্ষ কর্মীরা যাতে নির্বিঘ্নে ওমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে সেজন্য ওমানের মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। আলোচনায় উভয়পক্ষ নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতেও সম্মত হয়েছে।
উল্লেখ্য, গত প্রায় দেড় বছর ধরে ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা সুবিধা বন্ধ রয়েছে। দূতাবাসের নানা কূটনৈতিক প্রচেষ্টার পরেও এখন পর্যন্ত ভিসা চালু করা সম্ভব হয়নি।
তবে, ড. আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রম উপমন্ত্রীর সাক্ষাত এবং আলোচনার ফলে ভিসা চালু হওয়ার বিষয়ে নতুন করে আশা দেখা দিয়েছে।
এই আলোচনা ফলপ্রসূ হলে অনেক বাংলাদেশি কর্মী উপকৃত হবেন এবং ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post