সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) জ্যোতির্বিদরা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শাবানের অর্ধচন্দ্রটি শনাক্ত করেছেন।
এর অর্থ হলো, দেশটিতে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে নতুন মাস শুরু হবে। শাবান মাসের পরেই শুরু হয় মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস রমজান।
আইএসি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে আল খাতেম কেন্দ্র থেকে চাঁদের ছবি তোলা হয়েছে। সূর্য থেকে চাঁদটির দূরত্ব ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি। সংস্থাটি আরও জানিয়েছে, কাল থেকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই শাবান মাস শুরু হবে।
আইএসি এর আগে ধারণা করেছিলো বাংলাদেশ, ইরান, পাকিস্তান ও মরক্কোতে একই দিনে শাবান মাস শুরু হতে পারে। তবে বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে ১ ফেব্রুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে।
শাবান হলো ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস। এই মাস থেকেই মুসলিমরা রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করেন। রমজান মাসে দীর্ঘ এক মাস ধরে তারা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন।
ইসলামিক মাসগুলো ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। চাঁদ দেখার ওপর নির্ভর করে মাস শুরু ও শেষ হওয়ার বিষয়টি। শাবানের ২৯তম দিনে রমজানের চাঁদের খোঁজ করা হয়।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে ১ মার্চ থেকে। তবে সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post