বেতন না পেয়ে মালয়েশিয়ায় এক ব্যক্তির ওপর হামলা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং কর্মস্থলে চারা গাছ নষ্ট ও মালামাল ভাঙচুর করার অপরাধে রফিক (২৫) নামে এক প্রবাসি বাংলাদেশিকে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন জোহর রাজ্যের ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালত।মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি অভিযোগের দোষ স্বীকারের পর বিচারক অরুন নোভাল দাস এই আদেশ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রথম অপরাধ ৭ ডিসেম্বর রাত ১০টায় জালান লাবিস-ইয়ং পেং-এ ৩৩ বছর বয়সি এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আহত করার অভিযোগ আনা হয়েছিল। এরপর তাকে দণ্ডবিধির ৩২৩ ধারার অধীনে অভিযুক্ত করা প্রবাসিকে হয়। যার মধ্যে এক বছরের জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
দ্বিতীয় অভিযোগে, তার বিরুদ্ধে ভয় দেখানোর জন্য অপরাধমূলক হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছিল এবং একই তারিখ ও একই সময়ে এই ঘটনাটি সংঘটিত হওয়ার জন্য দণ্ডবিধির ৫০৬ ধারার অধীনে অভিযোগ আনা হয়। তৃতীয় অভিযোগে, ৮ ডিসেম্বর দুপুর ১২ টায় অভিযুক্ত বাংলাদেশি জালান ইয়ং পেং-এ যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানির ২০টি চারা গাছ নষ্ট করেন এবং মালামাল ভাঙচুর করেন।
উভয় পক্ষের আপিল শুনানির পর, আদালত অভিযুক্ত প্রবাসী বাংলাদেশিকে দণ্ডবিধির ৪২৭ ধারার অধীনে অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড, ৩২৩ ধারার জন্য আট মাস এবং ৫০৬ ধারার জন্য ছয় মাসের কারাদণ্ড দেন।
মামলার তথ্যানুযায়ী, অভিযুক্ত এবং নিয়োগকর্তার মধ্যে এর আগে বেতন নিয়ে তর্ক হয়েছিল, যা পরিশোধ করা হয়নি বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post