সৌদি আরবে রিয়াদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকায় মাঝরাতে (কৃষি খামার) কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের খোঁজ-খবর নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২৯ জানুয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাসের বরাতে জানা যায়, ড. আসিফ নজরুল মরুভূমিতে কর্মীদের সঙ্গে ঘুরে ঘুরে তাদের হাতে গড়ে ওঠা কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন এবং তাদের এসব কাজের প্রশংসা করেন।
উপদেষ্টা প্রবাসীদের সব সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের বিষয়ে সরকার কাজ করছে মর্মে তাদেরকে আশ্বস্ত করেন।
তাদের বসবাসের জায়গাও ঘুরে দেখেন এবং তাদের খাবারের বিষয়েও খোঁজ নেন উপদেষ্টা । তাদেরকে এত কষ্ট করে উপার্জিত রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের যেকোনো প্রয়োজনে দূতাবাসের সহযোগিতা নিতে পরামর্শ দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post