ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ কনস্যুলার টিম নির্ধারিত স্থানে সেবা প্রদান করবে।
সেবা কার্যক্রমের স্থান ও সময়সূচি:
সোহার:
স্থান: সোহারের বাংলাদেশ স্কুল
তারিখ: ৩০ ও ৩১ জানুয়ারি (সকাল ৮:৩০ – সন্ধ্যা ৬:০০)
তারিখ: ১ ফেব্রুয়ারি (সকাল ৮:৩০ – বিকাল ৫:০০)
জালান:
স্থান: জালানের বাংলাদেশ স্কুল
তারিখ: ৩০ ও ৩১ জানুয়ারি (সকাল ৮:৩০ – সন্ধ্যা ৬:০০)
তারিখ: ১ ফেব্রুয়ারি (সকাল ৮:৩০ – বিকাল ৪:০০)
যে সব সেবা পাওয়া যাবে:
পাসপোর্ট বিতরণ (সোহার, সাহাম ও বুরাইমি ট্যুরের জন্য)
নতুন পাসপোর্ট আবেদন গ্রহণ (শুধুমাত্র সোহারে)
নথিপত্র সত্যায়ন
আউটপাস আবেদন গ্রহণ
জন্ম নিবন্ধন
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন
আইনি সহায়তা ও অন্যান্য কনস্যুলার সেবা
বিশেষ দ্রষ্টব্য:
জালানের বাংলাদেশ স্কুলে কেবলমাত্র পাসপোর্ট বিতরণ ও অন্যান্য কনস্যুলার সেবা দেওয়া হবে, তবে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।
আরও তথ্যের জন্য দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
![city](https://probashtime.net/storage/2024/09/city-flat.webp)
Discussion about this post