বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে করোনা মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাম্প্রতিক সময়ে পূর্বের তুলনায় সংক্রমণ কিছুটা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার (৩-আগস্ট) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত হয়েছে ৩০৯ জন এবং মৃত হয়েছে ৯ জনের।
গতকালের তুলনায় আজ মৃত ৯ জন কমলেও আক্রান্ত বেড়েছে ২২ জন। দেশটিতে গত চারদিন পর আজ মৃত কমলেও গত দুইদিন যাবত আক্রান্ত ঊর্ধ্বমুখী রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় আক্রান্ত, হাঁসপাতালে ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩৫ জন। এখন পর্যন্ত মোট আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২১০ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৪৮৫ জন।
আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ৫০৪ জন। গতকালের তুলনায় আজ সুস্থতার সূচক পয়েন্ট ২ শতাংশ বেড়ে বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৪.৫ শতাংশে। গতকালের তুলনায় আজ হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা কমেছে ৩ জন, আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ৫ জন এবং গোটা ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ১০০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post