লন্ডনে বিলাসবহুল ছুটি কাটাতে গিয়ে ধরা পড়লেন আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম মাফিয়া প্রধান ব্যক্তি লুইস গ্রিজালবা।
স্ত্রী এস্তেফানিয়া ম্যাকডোনাল্ড রদ্রিগেজের সঙ্গে বিভিন্ন জায়গায় তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করার পরই তাঁর অবস্থান শনাক্ত করে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)।
বহুদিন ধরে কোস্টারিকা থেকে কোকেন আমদানি করে আমেরিকায় পাচারের অভিযোগে ডিইএ-এর নজরে ছিলেন ৪৩ বছর বয়সী গ্রিজালবা।
গ্রিজালবার স্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বিশেষ নজর রাখছিলেন ডিইএ-র গোয়েন্দারা। নতুন বছরে ইউরোপ সফরে বেরিয়ে প্যারিসের আইফেল টাওয়ার, রোমের ট্রেভি ফাউন্টেন এবং লন্ডন ব্রিজের সামনে তোলা ছবিগুলির মাধ্যমে গোয়েন্দারা নিশ্চিত হন এই দম্পতির অবস্থান। শেষ পর্যন্ত, ২৯ ডিসেম্বর রাতে ইংল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) সহযোগিতায় লন্ডনে গ্রিজালবাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়ার পরপরই শুরু হয়েছে তাঁর আমেরিকা প্রত্যর্পণের প্রক্রিয়া। বর্তমানে তিনি লন্ডনের জেলে রয়েছেন। তবে গ্রিজালবা আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। বিলাসবহুল ছুটির পরিকল্পনা অসমাপ্ত রেখেই শেষ হয়েছে এই দম্পতির ইউরোপ ভ্রমণ।
এই ঘটনায় মাদক পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত অভিযানের সাফল্য আবারও প্রমাণিত হলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post