ওমান প্রবাসীদের উদ্দেশে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে কনস্যুলার সেবা সংক্রান্ত সময়সূচী প্রকাশ করা হয়েছে।
জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ দিন সোহারের বাংলাদেশ স্কুলে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। একই সময়ে জালানের বাংলাদেশ স্কুলেও সেবা কার্যক্রম পরিচালনা করবে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবা চলাকালীন সময়ে সোহারের বাংলাদেশ স্কুল থেকে সোহার, সাহাম ও বুরাইমি ট্যুরের পাসপোর্টগুলো বিতরণ করা হবে।
এছাড়া পাসপোর্ট আবেদন গ্রহণ, সত্যায়ন, আউটপাসের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন, আইনি সহায়তাসহ অন্যান্য সকল কন্স্যুলার সেবা প্রদান করা হবে।
৩০ ও ৩১ জানুয়ারি সকাল ৮ টা ৩০ থেকে সন্ধ্যা ৬ টা এবং পহেলা ফেব্রুয়ারি সকাল ৮ টা ৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে।
জালানের বাংলাদেশ স্কুল থেকেও পূর্বের ট্যুরের পাসপোর্ট বিতরণসহ অন্যান্য সকল কন্স্যুলার সেবা দেওয়া হবে জানিয়েছে দূতাবাস। তবে এসময় কোনো পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সকাল ৮ টা ৩০ থেকে সন্ধ্যা ৬ টা এবং পহেলা ফেব্রুয়ারি সকাল ৮ টা ৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
