সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তার প্রতি ইঙ্গিত করে দেশের পরিস্থিতি মোকাবিলায় ‘প্রস্তুত’ থাকার নির্দেশ দিয়েছেন সালমান এফ রহমান।
সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টা সংক্রান্ত মামলায় তাকে ও আরও নয়জনকে হাজির করা হয়।
সকাল ৯টা ৫৭ মিনিট থেকে ১০টা ২২ মিনিট পর্যন্ত আসামিদের ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। আদালত কক্ষে বিচারক শুনানি শুরু করার আগেই সালমান এফ রহমান তার আইনজীবীদের সঙ্গে কথা বলেন।
তিনি আইনজীবীদের জিজ্ঞাসা করেন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং তার শ্রমিকদের অবস্থা নিয়ে। তিনি অভিযোগ করেন, সরকার তার কোম্পানির ৪০ হাজার শ্রমিকের চাকরি নষ্ট করেছে। এ সময় তিনি বলেন, “১০ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চেয়েছিলাম কোম্পানিটা চালানো হোক। এখন দেশের যে অবস্থা!”
শেখ হাসিনার বার্তার আলোকে তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি যাই হোক না কেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে।
এই বক্তব্যে আদালত কক্ষে উত্তাপ সৃষ্টি হয়। আইনজীবীরা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর শুনানি শুরু হয়। এ ঘটনায় দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post