হবিগঞ্জে সৌদি প্রবাসী কাজী দীপু (৩৬) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদালত ৩৭ জন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন এই আদেশ দেন।
সহকারী সরকারি কৌঁসুলি ফাতেমা ইয়াসমিন জানান, ৩৭ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন।
তবে হত্যা মামলায় নিম্ন আদালতে জামিনের সুযোগ না থাকায় এবং বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ২২ জানুয়ারি বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে প্রবাসী কাজী দীপু নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন।
নিহতের ভাই সজলু মিয়া বাদী হয়ে গত শনিবার (২৫ জানুয়ারি) রাতে সদর মডেল থানায় ৬০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আদালতে হাজির হওয়া ৩৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post