গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর মিজানুর রহমান (৪০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা সাদ কান্ধলভীর মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।
তিনি জানান, মিজানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে। তিনি তাবলিগ জামাতের সাদপন্থীদের একজন সক্রিয় সদস্য এবং ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী ছিলেন। গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থীদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়েরপন্থীদের সংঘর্ষে মিজানুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ মাস ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘মিজানুর রহমানের মৃত্যুর খবর পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post