হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন তিনি। কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন সাদ্দাম আছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে সাদ্দাম হোসেনকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে রাতেই দেবীদ্বার থানা পুলিশকে জানানো হয় বিষয়টি।
এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ। এ সময় জানানো হয়, গ্রেপ্তার সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।
এদিন ভোর চারটার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দাম হোসেনের গ্রেপ্তারের বিষয়টি দেবীদ্বার থানায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন ইলিয়াস। তিনি জানান, আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে সাদ্দাম হোসেনকে।
প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলশিক্ষার্থী সাব্বির হোসেন হত্যা মামলার আসামি সাদ্দাম হোসেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post