বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র ও ভিসা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। ক্রোয়েশিয়ার দায়িত্বপ্রাপ্ত অনাবাসী রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ গত ২৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই শঙ্কার কথা জানান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়মের কারণে ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা প্রদান স্থগিত করতে পারে। ২০২৪ সালে ক্রোয়েশিয়া বাংলাদেশি ১২ হাজার ৪০০ জনকে কাজের অনুমতি দেয়। তবে এর মধ্যে ৮ হাজার কর্মী দেশটিতে যাননি। বাকি ৪ হাজার ৪০০ জনের অর্ধেকও কাজের পরিবেশে স্থায়ীভাবে থাকতে পারেনি।
ক্রোয়েশিয়া থেকে কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে অবৈধভাবে কাজ করছেন অনেক বাংলাদেশি। এ কারণে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) কড়া প্রতিবাদ জানিয়েছে এবং অবৈধ অভিবাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ক্রোয়েশিয়া সরকারকে নির্দেশ দিয়েছে।
বর্তমানে প্রায় ৬ থেকে ৭ হাজার বাংলাদেশি ক্রোয়েশিয়ায় কর্মরত রয়েছেন। তারা মূলত নির্মাণ খাত, রেস্তোরাঁ ও খাবার সরবরাহের মতো বিভিন্ন পেশায় যুক্ত। দেশটির বেতন ও কাজের পরিবেশ সেনজেনভুক্ত অনেক দেশের চেয়ে ভালো হলেও অনেক বাংলাদেশি সেখানে পৌঁছানোর পর অন্য দেশে পাড়ি দেন।
রাষ্ট্রদূত পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানো ও সংশ্লিষ্ট বিষয়ে নজরদারির জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন।
এ পরিস্থিতি সমাধানে সরকারের কার্যকর উদ্যোগই বাংলাদেশি কর্মীদের ইউরোপে কাজের সুযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post