অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ড. ইউনূসের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন ড. ইউনূসের উদ্দেশে। কার্ডে স্বাক্ষরসহ নতুন বছরের জন্য শুভকামনার বার্তা উল্লেখ রয়েছে। ড. ইউনূসের প্রেস উইং জানিয়েছে, এই শুভেচ্ছা বার্তা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও সহযোগিতার একটি নিদর্শন।
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নরেন্দ্র মোদীর এই শুভেচ্ছা সেই পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রতিফলন।
এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post