সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া দাবিতে বলা হয়েছে যে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর বরাত দিয়ে দাবি করা হয়েছে, ইন্টারপোল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে।
তবে, রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া। হিন্দুস্তান টাইমস এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এছাড়া, ইন্টারপোলের নিজস্ব কোনো গ্রেপ্তারি ক্ষমতা নেই। এটি শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে অপরাধী শনাক্ত এবং তথ্য আদান-প্রদান করতে কাজ করে।
হিন্দুস্তান টাইমস-এর বাংলা ও ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে “শেখ হাসিনা”, “ইন্টারপোল”, এবং “গ্রেপ্তার” সংক্রান্ত বিভিন্ন কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হয়েছে। তবে, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার বিষয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ হিন্দুস্তান টাইমস বাংলা সংস্করণে ২৬ জানুয়ারি আওয়ামী লীগ নিয়ে একটি প্রতিবেদন এবং ইংরেজি সংস্করণে ২১ জানুয়ারি শেখ হাসিনার শাসনামলে গোপন আটক কেন্দ্র নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু এই প্রতিবেদনগুলোর কোনোটি গুজবের দাবির পক্ষে কোনো সত্যতা নিশ্চিত করেনি।
এছাড়া, ইন্টারপোলের ভূমিকা ও কার্যক্রম বিশ্লেষণ করে জানা যায়, তারা কেবল রেড নোটিশ জারি করতে পারে, যা কোনো দেশকে পলাতক অপরাধীদের শনাক্ত করতে সাহায্য করে। তবে, ইন্টারপোল কাউকে সরাসরি গ্রেপ্তার করার ক্ষমতা রাখে না।
২১ জানুয়ারি, আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন যে, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কিন্তু ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সার্বিক বিবেচনায়, হিন্দুস্তান টাইমস-এর সূত্রে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post