পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক চুরির ঘটনা ঘটেছে। মাহফিলে আসা লাখো মানুষের ভিড়ের মধ্যে স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিস চুরির ঘটনায় সদর থানায় থানায় ৬২টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় মলম পার্টির চার সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে অনেকেই তাদের প্রয়োজনীয় জিনিস হারানোর অভিযোগ করেন।
মাহফিলে উপস্থিত খায়রুল ইসলাম বাপ্পি বলেন, বিকেল থেকে রাত পর্যন্ত বিপুল মানুষের সমাগম ঘটেছে। মাহফিল শেষে দেখা যায়, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে- এমন অভিযোগ করে অনেকেই কান্নাকাটি করছেন। জনতা চারজনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পটুয়াখালী শহরের হেতায়িলা বাঁধঘাট এলাকার ভুক্তভোগী মো. মামুন কাজী থানায় অভিযোগ করে বলেন, মাহফিল চলাকালে তার বাড়িতে চুরি হয়। চোরেরা দরজা ভেঙে সাড়ে ছয় লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ৭২ হাজার টাকা নিয়ে গেছে।
মাহফিলের নিরাপত্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল বলেন, মাহফিলে আসা ৭০ জন মানুষ তাদের মূল্যবান জিনিস হারানোর অভিযোগ করেছেন। এসব অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ থানায় জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ৬২টি সাধারণ ডায়েরি এবং বেশ কয়েকটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা সকলের অভিযোগই গ্রহণ করছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশ কাজ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
