মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১০ জন প্রবাসী বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রবাসী অধ্যুষিত এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশনের (ফার্মেসি) সহযোগিতায় পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও অপারেশন বিভাগসহ একটি দল কুয়ালালামপুরের জালান তুন তান সিউ, লেবোহ, পুডুহ এবং জালান সিলাংসহ ১০টি স্থানে অভিযান চালায়।
তদন্তে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস এবং ছয়জনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল। তবে দুজন নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন এবং অন্য একজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি।
অভিযানে জাল চিকিৎসা সরঞ্জাম ও অনিবন্ধিত ওষুধসহ ৫০২ ধরনের পণ্য জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৫ হাজার ১৯২ রিঙ্গিত।
ইমিগ্রেশন মহাপরিচালক আরও জানান, এই বাংলাদেশি ভুয়া চিকিৎসকরা মূলত প্রবাসী রোগীদের চিকিৎসা সেবা দিতেন। গ্রেপ্তার ব্যক্তিরা রেস্টুরেন্ট বা খুচরা দোকানে ছদ্মবেশে বসে তাদের কার্যক্রম পরিচালনা করতেন। চিকিৎসা সেবার বিনিময়ে প্রতিজনের কাছ থেকে ৫০ থেকে ২০০ রিঙ্গিত নিতেন তারা।
জব্দ হওয়া ওষুধগুলো মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনহীন এবং বাংলাদেশ থেকে এনে বিক্রি করা হতো। প্রায় এক বছর ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তারা।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তাদের দাবি, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।
প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে অভিযান আরও জোরদার করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
![city](https://probashtime.net/storage/2024/09/city-flat.webp)
Discussion about this post