পাবনার সুজানগরে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ নারী-পুরুষ আহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার হাটখালী ইউনিয়নের হাকিমপুর গ্রামের প্রবাসী বাতেন শেখের বাড়িতে এ হামলা চালানো হয়। আহতরা বর্তমানে সুজানগর, পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগীরা জানান, চাঁদা না দেওয়ায় মামুন, বাদশা, মোস্তফা, নজরুল, তুষার, সেলিম, মিন্টু, আলতাফ, রিফাত, জিন্না ও জাহাঙ্গীরের নেতৃত্বে ২০-২৫ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাতেন শেখের আত্মীয় মিনাজ মোল্লা ২১ দুজনের বিরুদ্ধে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠিয়েছি, মামলা এন্ট্রি করা হয়েছে, আশা করি খুব শীঘ্রই আসামি ধরতে সক্ষম হবো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post