ভারতের শিবসেনা দলের সংসদ সদস্য সঞ্জয় রাউত সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কারের দাবি করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, “ভারত থেকে সমস্ত বাংলাদেশিকে তাড়ানো উচিত এবং এটি শেখ হাসিনাকে দিয়ে শুরু হওয়া উচিত।”
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সঞ্জয়ের এই বক্তব্য এসেছে সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী বাংলাদেশি বলে মুম্বাই পুলিশের দাবির প্রেক্ষিতে।
সঞ্জয় রাউত আরও বলেন, “যদি সাইফ আলি খানের ওপর হামলাকারী বাংলাদেশি হন, তবে এর জন্য কেন্দ্রীয় সরকার পুরোপুরি দায়ী। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যর্থতা এবং এজন্য তাকে পদত্যাগ করতে হবে।”
তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বিজেপি আতঙ্ক সৃষ্টি করছে। এটি তাদের আসন্ন মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচনের একটি পরিকল্পিত কৌশল।”
শিবসেনার এই নেতা আরও বলেন, “বিজেপি আন্তর্জাতিক সম্পর্কের অজুহাতে বাংলাদেশিদের বিষয়ে নীরবতা পালন করছে। তবে তাদের ভণ্ডামি স্পষ্ট। তারা সাইফ আলি খানের ছেলে তৈমুরের নাম নিয়েও বিভিন্ন সময়ে বিদ্রূপ করেছে।”
সঞ্জয়ের এই মন্তব্যে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও বিজেপি এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post