কঠোর বিধিনিষেধ আরোপ এবং লকডাউনের পর অবশেষে কমতে শুরু করেছে ওমানে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দীর্ঘ দশদিন সরকারি ছুটি শেষে রবিবার (২৫-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে দেশটিতে উল্লেখজনক হারে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতি।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে গত ১৫ জুলাই থেকে গতকাল ২৪ জুলাই পর্যন্ত ১০ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯১২ জন এবং মৃতের সংখ্যা ২৫৫ জন। দৈনিক হিসেবে পূর্বের তুলনায় বর্তমানে বেশ নিম্নমুখী রয়েছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। যেখানে সর্বশেষ গত ১৪ জুলাই নতুন আক্রান্ত ছিলো ১ হাজার ৮৪ জন এবং মৃতের সংখ্যা ১২ জন। সেখানে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৪৮২ জনে নেমেছে। বর্তমানে দেশটির সুস্থতার সূচক ৯১.৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৮ শতাংশে।
ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত করোনা আপডেট
আরো পড়ুনঃ
ওমানের অধিকাংশ প্রদেশে করোনায় মৃত শূন্যের কোঠায়
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
ভিসা নিয়ে সুখবর দিলো ওমান শ্রম মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৯৫৪ জনের এবং মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৭৬০ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৫৩ জন। দেশটিতে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৮ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩১৫ জন। হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৭৮৬ জন।
গত ১০ দিন আগের তুলনায় বর্তমানে ওমানে আক্রান্ত মৃত, আইসিইউতে ভর্তি এবং হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা সন্তোষজনকহারে কমছে। একইসাথে বৃদ্ধি পাচ্ছে নতুন সুস্থ রোগীর সংখ্যা। এমতাবস্থায় নাগরিক ও প্রবাসীরা সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে শীঘ্রই ওমানে করোনা শূন্যের কোঠায় নেমে আসবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post