যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, দুর্নীতির অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন। ফ্ল্যাট উপহার নেওয়া থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে তিনি সম্প্রতি চাপের মুখে পড়েন।
গত কয়েক সপ্তাহ ধরে তার ভূমিকা নিয়ে সংসদ থেকে জনপরিসর—সবখানেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। যদিও তিনি পদত্যাগ করেছেন, তবুও বিতর্ক থেমে নেই।
টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর এবার তার বিরুদ্ধে মুখ খুলেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক মাস্ক সরাসরি অভিযোগ করেন, “দুর্নীতিবিরোধী মন্ত্রীই দুর্নীতিগ্রস্ত!” বুধবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
গত বছর লেবার পার্টির নেতৃত্বে যুক্তরাজ্যে নতুন সরকার গঠিত হলে টিউলিপ সিদ্দিক অর্থবাজারের অনিয়ম রোধ এবং নৈতিক মান নিশ্চিত করার দায়িত্ব পান। অর্থনৈতিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি এবং সিটি মিনিস্টার হিসেবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
তবে বাংলাদেশে একটি চলমান তদন্তে তার বিরুদ্ধে ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে, যেখানে তিনি এবং তার পরিবারের চার সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হয়েছে।
বিতর্ক ও তদন্তের চাপ সামাল দিতে না পেরে গত মঙ্গলবার টিউলিপ সিদ্দিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরদিনই ইলন মাস্ক তার পদত্যাগের প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কড়া মন্তব্য করে জানান, লেবার পার্টির দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে।
টিউলিপ সিদ্দিকের এই পদত্যাগ কেবল যুক্তরাজ্যে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুর্নীতির অভিযোগের সত্যতা এবং এর পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন সবার নজর রয়েছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post