সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, শেখ হাসিনা ভারতে প্রথমবার প্রকাশ্যে এসেছেন। তবে, রিউমার স্ক্যানার এর অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি ভিত্তিহীন এবং ভিডিওটি সাম্প্রতিক নয়।
এই ভিডিওটি ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে ধারণ করা হয়েছিল। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের ক্লেরিজ হোটেল থেকে বের হচ্ছেন। এটি ছিল রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার আগের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় রাজা তৃতীয় চার্লসের আয়োজিত এক রাষ্ট্রীয় সংবর্ধনায় যোগ দেন।
ভিডিওটি প্রথমে বাংলাদেশ প্রতিদিনের লোগোসহ ফেসবুকে প্রচারিত হয়, যা পরে সরিয়ে নেওয়া হলেও এটি নেটিজেনদের মাধ্যমে পুনরায় ছড়িয়ে পড়ে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ফেসবুক পোস্টে একই ভিডিও দেখা যায়।
রিউমার স্ক্যানার টিম গুগল ম্যাপ ব্যবহার করে ভিডিওটির স্থান নিশ্চিত করে, যা লন্ডনের ক্লেরিজ হোটেল। প্রথম আলোতে প্রকাশিত ২০২২ সালের একটি প্রতিবেদনে আরও জানা যায়, শেখ হাসিনা রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য সফর করেছিলেন এবং ১৮ সেপ্টেম্বর রাজা চার্লসের সংবর্ধনায় উপস্থিত ছিলেন।
ফেসবুকে ছড়ানো এই ভিডিওটি শেখ হাসিনার ভারতে প্রথমবার প্রকাশ্যে আসার প্রমাণ নয়। এটি একটি পুরোনো ভিডিও, যা ২০২২ সালে লন্ডনে ধারণ করা হয়েছিল এবং ভুল তথ্য দিয়ে প্রচারিত হচ্ছে।
এই ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকা প্রয়োজন। সত্য যাচাই করে তথ্য ভাগ করে নেওয়াই সঠিক সাংবাদিকতার দায়িত্ব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post