ওমানের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ। পর্যটকদের জন্য এখানে প্রবেশ ফি চালুর ঘোষণা করা হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে, এখন থেকে প্রতিটি পর্যটকের জন্য প্রবেশ ফি ধার্য করা হয়েছে ৮ ওমানি রিয়াল (প্রায় ২,৫০০ টাকা)। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রমবর্ধমান পর্যটকদের ভিড় সামলানো এবং একই সাথে দর্শনার্থীদের জন্য উন্নতমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ ওমানের প্রাক্তন সুলতান কাবুস বিন সাঈদের এক অনন্য কীর্তি। ১৯৯৫ সালে মাস্কাটের বাউশের অঞ্চলে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল, যা প্রায় ছয় বছর চার মাস ধরে চলেছিল।
কার্লিয়ন আলাওই এলএলসি নামক একটি নির্মাণ সংস্থা এর নির্মাণ কাজের দায়িত্ব পালন করে। এর স্থাপত্যশৈলী, ১৪ মিটার দীর্ঘ চোখ ধাঁধানো ঝাড়বাতি এবং এক বিশাল কার্পেট (যা একসময় বিশ্বের বৃহত্তম কার্পেট হিসেবে পরিচিত ছিল) বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে।
‘দ্য ইসলামিক ইনফরমেশন’ এর প্রতিবেদন অনুযায়ী, প্রবেশ ফি এর পাশাপাশি পর্যটকদের জন্য আরও বেশ কিছু নতুন পরিষেবা চালু করা হয়েছে। মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে দর্শনার্থীদের জানাতে বিভিন্ন ভাষায় প্রশিক্ষিত ৩৫ জন গাইড নিয়োজিত করা হয়েছে।
এছাড়াও, ওমানের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে আগ্রহী দর্শনার্থীরা ২.৫ ওমানি রিয়ালের বিনিময়ে পোশাক ভাড়া নিতে পারবেন। মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
মুসলমানদের জন্য, পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদে প্রবেশে কোনো ফি প্রযোজ্য হবে না। এছাড়াও, যারা ধর্মীয়, সাংস্কৃতিক অথবা বৈজ্ঞানিক কারণে এই মসজিদ পরিদর্শন করতে আসবেন, তাদের জন্যও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এই নতুন উদ্যোগের মাধ্যমে, সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ একই সাথে তার ঐতিহ্য এবং আধুনিকতার এক মেলবন্ধন তৈরি করবে বলে আশা করা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post