টানা একমাস তাণ্ডব চালানোর পর অবশেষে ওমানে করোনার নতুন সংক্রমণ এবং মৃতের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। কঠোর বিধিনিষেধ এবং গণহারে ভ্যাকসিন প্রদান শুরু পর পাল্টাতে শুরু করেছে দেশটির করোনা পরিস্থিতি।
সোমবার (১২-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ নতুন আক্রান্তের সংখ্যা ১হাজার ১৬৭ জন এবং মৃতের সংখ্যা ১২ জন। যা গত এক সপ্তাহ আগের তুলনায় প্রায় অর্ধেক কম। যা দেশটির করোনা পরিস্থিতির অনেক উন্নতি হচ্ছে এমনটাই প্রমাণ করছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭২ জনের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৫০ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৩৫ জন। দেশটিতে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১১৯ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৭৭ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭ শতাংশে। হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ১ হাজার ৩৪১ জন।
গতকালের তুলনায় আজ নতুন আইসিইউতে ভর্তি, মৃত এবং হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা সবই নিম্নমুখী রয়েছে। সেইসাথে দেশটিতে আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post