সিটে বসা নিয়ে বিবাদে জড়ানোর পর সাবেক মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়ন খাবিব আব্দুলমানাপোভিচ নুরমাগোমেদভকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস অ্যাঞ্জেলসে যাচ্ছিল।
বিমানটি উড্ডয়নের ঠিক আগে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এসে ৩৬ বছর বয়সী মুসলিম রাশিয়ান খাবিবকে এক্সিট রো’তে থাকা তার সিট পরিবর্তন করতে বলেন। কিন্তু খাবিব সিটটি ছাড়তে চাননি এবং সেখানে থেকেই সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তবু সিকিউরিটি ডেকে খাবিবকে বিমান থেকে নামতে বাধ্য করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে খাবিবকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘হয় সিট ছাড়ুন নয়তো বিমান থেকে নামুন’।
এই ঘটনার আগে-পরে কী ঘটেছিল তা জানা যায়নি, তবে নিজের এক্স হ্যান্ডেলে পরে এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেন খাবিব নিজেই। তার দাবি, ঐ নারী অ্যাটেনডেন্ট তার সঙ্গে শুরু থেকেই খুব ‘বাজে’ আচরণ করেছেন এবং বলা হয়, ‘আমি সেখানে বসলে নাকি তারা (ফ্লাইট অ্যাটেনডেন্টস) স্বস্তি বোধ করবেন না।
এরপর তাকে হুমকি দেওয়া হয়, তিনি না সরলে সিকিউরিটি ডাকা হবে। তখন খাবিব নিজে থেকেই সিটটি ছেড়ে বিমান থেকে নেমে যান।
বক্সিং ক্যারিয়ারে শীর্ষ লড়াইয়ে ২৯ ম্যাচের কোনোটিতেই না হারা খাবিব নিজের এক্স হ্যান্ডেলে জানান, “যে মেয়েটি আমার সঙ্গে কথা বলছিলেন তিনি শুরু থেকেই ছিলেন অনেক রাগি। আমি শালীন ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি তাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, এরপরও তিনি আমাকে সিট ছাড়তে বলেন। এটা বর্ণবাদ, জাতিবাদ নাকি অন্য কিছু তা আমি নিশ্চিত নই। তবে প্রায় দুই মিনিট কথোপকথোনের পর তিনি সিকিউরিটি ডাকলেন এবং আমাকে বিমান থেকে নামিয়ে দিলেন। পরে আরেকটি বিমান ধরে আমি গন্তব্যে পৌঁছায়। আমি যথেষ্ঠ শান্ত ও শ্রদ্ধাশীল থেকে পরিস্থিতি সামাল দিতে চেয়েছি, যেমনটা আপনারা ভিডিওতে দেখেছেন। আশা করি এই ক্রু মেম্বররা পরের বার ক্লায়েন্টদের সঙ্গে ভালো ব্যবহার করবেন।”
খাবিবের এই পোস্টের জবাবে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post