অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এ আদেশ দেন।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, শওকত উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। অভিযোগের প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। মসজিদে কর্মরত কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণসহ আর্থিক অনিয়মের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনাও ছিল। কিন্তু তাতেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। কেননা দলীয় প্রভাব বিস্তার করে সকল অনিয়ম ও দুর্নীতি চাপা দেওয়া খুব সহজ ছিল তার জন্য। আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও প্রভাবশালী লোকদের সঙ্গে ছিল সখ্যতা। সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে প্রতিদিন ও সপ্তাহে নিলামে গবাদিপশু, হাঁস মুরগি ও অন্যান্য মালামাল ক্রয়ের বিষয়ে জানতে চাইলে প্রসঙ্গটি এড়িয়ে যেতেন খুব সহজেই।
নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদ এলাকার এক ব্যবসায়ী বলেন, শওকত উদ্দিন ভূঁইয়া প্রতিদিন দানের হাঁস, মুরগি, গরু, ছাগল উনার নির্দিষ্ট লোকের মাধ্যমে ক্রয় করাতেন। নিলাম ছিল যেন এক পূর্বপরিকল্পনা। এমনকি লোকজন কোরআন শরীফ, মোমবাতি ইত্যাদি আমাদের কাছ থেকে ক্রয় করে মসজিদে দান করলে পরবর্তীতে সেগুলো খুব স্বল্প দামে উনার পছন্দের দোকানির কাছে বিক্রি করতেন। কেননা প্রতিদিন শত কোরআন শরীফ ও মোমবাতি এখানে দান করে থাকে লোকজন।
বরখাস্ত হওয়ার বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া বলেন, আজ সোমবার সকাল ১০টার সময় পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া মোবাইল ফোনের মাধ্যমে মসজিদে যেতে নিষেধ করেছেন। কী কারণ হতে পারে সেটা বলতে পারি না। তবে এতটুকু জানতে পেরেছি আমি যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম সেজন্য।
তিনি আরও বলেন, এর আগে আমি সরকারি চাকরি থেকে অবসরে যাই। ২০১৫ সালে ইন্টারভিউ’র মাধ্যমে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলাম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post